বান্দরবানে নন্দ বংশ মহাথের (৭৪) নামে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে  সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বৌদ্ধ ভিক্ষু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মিনঝিড়ি পাড়া বৌদ্ধ বিহারের সেবক মংক্য মার্মা বলেন, নন্দ বংশ মহাথের দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভোরে নন্দ বংশ মহাথেরকে খাবার দিতে গেলে স্থানীয় দুইজন সেবক ভান্তের (ভিক্ষুর) ঝুলন্ত লাশ দেখতে পায়। খবরটি জানার পর এলাকার লোকজন এসে জড়ো হয়। এরপর কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মার্মাকে খবর দেওয়া হয়।

বান্দরবান পার্বত্য বৌদ্ধ ভিক্ষু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তেজ প্রিয় ভিক্ষু জানান, দীর্ঘ দিন ধরে নন্দ বংশ মহাথের শারীরিক ও মানসিক সমস্যায় ভূগছিলেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বোঝা যাচ্ছে না।

কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মার্মা বলেন, এলাকার লোকজনের আমাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার জানান, পুলিশের প্রাথমিক তদন্তে  এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।