- সারাদেশ
- ফরিদপুরসহ বিভিন্ন মসজিদে হা-মীম গ্রুপের চেক বিতরণ
ফরিদপুরসহ বিভিন্ন মসজিদে হা-মীম গ্রুপের চেক বিতরণ

ঢাকা ও ফরিদপুরসহ বিভিন্ন এলাকার মসজিদের উন্নয়নের জন্য অনুদান দিয়েছে হা-মীম গ্রুপ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন রোববার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলিতে তার নিজ বাড়িতে সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা একেকে এর নির্বাহী পরিচালক এম এ জলিল, পরিচালক এবিএম আলাউদ্দিনসহ বিশিষ্টজনেরা।
এদিন অনুদানের চেক গ্রহণ করেন স্থানীয় বায়তুল আমান বাজার জামে মসজিদের সেক্রেটারি মাহমুদুল ইসলাম, সাহা বিশ্বাসের ডাংগি জামে মসজিদের সেক্রেটারি শহীদ মৃধা, কাশেফুল মাদ্রাসা জামে মসজিদের সভাপতি আনোয়ার হোসেন, আদু মাতব্বরের ডাংগি জামে মসজিদের সেক্রেটারি জাবেদ পরামানিক, কমলাপুর রেলস্টেশন জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী মুন্সী, পাল ডাঙ্গী জামে মসজিদের সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা প্রমুখ।
সম্প্রতি বিভিন্ন সময়ে রাজধানী ঢাকা ও ফরিদপুর জেলার মোট ৪২টি মসজিদ উন্নয়নের জন্য ২৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন।
মন্তব্য করুন