- সারাদেশ
- এম এ হান্নানকে সংসদে স্বীকৃতি না দেওয়া ছিল মহা ভুল: আ জ ম নাছির
এম এ হান্নানকে সংসদে স্বীকৃতি না দেওয়া ছিল মহা ভুল: আ জ ম নাছির

কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারী প্রয়াত এম এ হান্নানকে স্বাধীনতার পরপরই সংসদে স্বীকৃতি দিতে না পারা মহা ভুল ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হান্নানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার নগরীর চৈতন্যগলিতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে এক স্মরণানুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, স্বাধীনতার পরপরই সংসদে এম এ হান্নানকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বেতার পাঠক হিসেবে স্বীকৃতি দিইনি- এটা আমাদের মহা ভুল। এই ভুলের সুযোগ নিয়ে বিএনপি একের পর এক ইতিহাস বিকৃতি ঘটিয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এম এ হান্নান মুক্তিসংগ্রামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। তাকে অবমাননার উদ্দেশ্যে বিএনপি ইতিহাস বিকৃত করেছে। প্রতারণামূলকভাবে যারা এখনও বলেন- জিয়া স্বাধীনতার ঘোষক, তারা ইতিহাসের খলনায়ক।
স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন