- সারাদেশ
- স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতীকী ছবি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া (১৬) এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। রোববার বিকেলে উপজেলার রাজপাশা গ্রামে এই ঘটনা ঘটে। রাতে নির্তাতিতার মা বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
অভিযুক্তর নাম শামীম মৃধা (৩০)। তিনি একই গ্রামের বারেক মৃধার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মেয়েটি পরীক্ষা দিয়ে সহপাঠিদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত শামীম মৃধা দেশি অস্ত্রের মুখে মেয়েটিকে তুলে একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করেন। এদিন রাতেই নির্যাতিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শামীম মৃধা এতই প্রভাবশালী যে একের পর এক ধর্ষণসহ বিভিন্ন অপরাধ ঘটিয়ে পার পেয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে ধর্ষণসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে বলেও জানান তারা।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য সোমবার তাকে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন