- সারাদেশ
- সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখে সংস্কার
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখে সংস্কার

সড়কের মাঝখানের এমন ৪০টি বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই চার লেনের কাজ শুরু হয়েছে -সমকাল
পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে তড়িঘড়ি শরীয়তপুর সড়কের সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে সে ক্ষেত্রে রয়েছে সমন্বয়হীনতার অভিযোগ।
সম্প্রতি শরীয়তপুর সদরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে থেকে প্রেমতলা পর্যন্ত চার লেনের সড়কের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। আগের দুই লেনবিশিষ্ট সড়ক রেখেই নতুন করে দুই লেন নির্মাণের মাধ্যমে চার লেন করার কাজ শুরু হয়েছে। তবে সেটি করা হচ্ছে সড়কের মাঝখানের ৪০টি বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই। স্থানীয় সওজ এবং বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সমন্বয়হীনতার কারণেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায়ই সরকারি কাজগুলোর ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখা যায়। রাস্তার কাজ শেষ করে যদি এই খুঁটিগুলো সরাতে যায় তবে খোঁড়াখুঁড়িতে রাস্তা নষ্ট হয়ে যাবে। সে ক্ষেত্রে লাভের লাভ কিছুই হবে না। তাই এই ব্যাপারে আগেই ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় কালাম বেপারী, বিল্লাল তালুকদারসহ অনেকের ভাষ্য, পদ্মা সেতু চালু হলে শরীয়তপুর সড়কে বাড়বে বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল। তাই নতুন সড়কের কাজ দ্রুত সম্পন্ন না হলে ভোগান্তির সৃষ্টি হবে। বিদ্যুতের খুঁটিগুলো আগেই সরিয়ে নেওয়া না হলে এটি দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হবে। সমন্বয়হীন, অপরিকল্পিত এসব কাজ জনগণের টাকার অপচয় ছাড়া আর কিছুই নয়।
এ বিষয়ে শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন বলেন, 'সড়ক ও জনপথ অফিসের সঙ্গে চিঠি চালাচালি চলছে। তারা বিল পরিশোধ করলেই আমরা খুঁটি সরাতে পারব। তবে এর জন্য কমপক্ষে ছয় মাস সময় লাগতে পারে।'
এ ব্যাপারে জানার জন্য একাধিকবার শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েও তাঁকে দপ্তরে পাওয়া যায়নি।
মন্তব্য করুন