- সারাদেশ
- রূপপুরের গ্রিনসিটিতে রুশ নাগিরকের মরদেহ উদ্ধার
রূপপুরের গ্রিনসিটিতে রুশ নাগিরকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ইভানভ এনটন (৩৪) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার সাহাপুরের নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য নির্মিত আবাসন গ্রিনসিটি বহুতল ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইভানভ রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।
পুলিশ জানায়, রোববার রাত নয়টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন ইভানভ। এক পর্যায়ে গ্রিনসিটি আবাসিক ভবনের ১২ তলায় একটি কক্ষের লিফটের সামনে কয়েকবার বমি করতে থাকেন। কিছুক্ষণ পর লিফটের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার এক সহকর্মী। খবর পেয়ে পুলিশ =প্রকল্প সংশ্লিষ্টরা ছুটে আসেন। পরে প্রকল্পে কর্মরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। গভীর রাতে পুলিশ গ্রিনসিটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ইভানভ রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কী কারণে ইভানভ মারা গেছেন তা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহ আসার পরপরই রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী দূতাবাসের মাধ্যমে মরদেহটি তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন