- সারাদেশ
- ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি
বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক (৬৫) ও বাবলু মিয়া (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আরও চার জন আহত হয়েছেন।
নিহত আব্দুল খালেক নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। আর বাবলু মিয়ার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার কাসুপিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। নিহত দু’জন অটোরিকশার যাত্রী ছিলেন।
নন্দীগ্রাম থানার সাব ইন্সপেক্টর (এসআই) তারিকুল ইসলাম জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা সিংড়া উপজেলার রণবাঘা বাজার থেকে যাত্রী নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। সকাল ১১টার দিকে সেটি ওমরপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে অটোরিকশার চালকসহ আরও চার জন আহত হন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাব ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশা দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
মন্তব্য করুন