- সারাদেশ
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নুরজাহান বেগম (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দয়াকান্দা গ্রামের পূর্বপাড়ায় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নিহতের স্বামী।
নিহত নুরজাহান দয়াকান্দা গ্রামের পূর্বপাড়ার রফিক মিয়ার স্ত্রী ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে পারিবারিকভাবে রফিকের সঙ্গে বিয়ে হয় নুরজাহানের। সম্প্রতি রফিকের সঙ্গে এক নারীর সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে রফিকের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। রোববার রাতে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরজাহানকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যান রফিক। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই ডালিম অভিযোগ করেন, ‘আমার বোনকে হত্যা করে রফিক পালিয়ে গেছে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি আজিজুল হক বলেন, স্বজনরা দাবি করছেন, ওই নারীর স্বামী তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন