- সারাদেশ
- যশোরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
যশোরে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোরের চৌগাছা থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চয়ন (২০) উপজেলার হুদাপাড়া গ্রামের সবুজ হোসেনের ছেলে। রোববার রাতে নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।
যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, সোমবার সকালে চৌগাছা উপজেলার মাসিলা ধোনার খাল এলাকার মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করেন। হত্যার কারণ এখনও জানা যায়নি। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানান তিনি।
মন্তব্য করুন