- সারাদেশ
- সিলেটে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের ওসমানীনগরে দশম শ্রেণির ছাত্র প্রান্ত দেবের (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় বাসার রান্নাঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রান্ত গোয়ালাবাজার ইউনিয়নের গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে এবং গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, রোববার বিদ্যালয়ে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ঘরে ফেরে প্রান্ত। বিকেলে সে বাড়িতে একাই ছিল। লোকজন ফিরে আসার পর তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
এ সময় রান্নাঘরের তীরের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সোমবার প্রান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বিদ্যালয়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক ঘণ্টা নীরবতা পালন করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন