- সারাদেশ
- সীতাকুণ্ডে বিস্ফোরণ: মালিকের শাস্তি চান শ্রমিক-কর্মচারীরা
সীতাকুণ্ডে বিস্ফোরণ: মালিকের শাস্তি চান শ্রমিক-কর্মচারীরা

স্কপের আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয় - সমকাল
চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে মালিকসহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। এ সময় হতাহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার দাবিও জানান তারা।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপ চট্টগ্রামের সমন্বয়ক তপন দত্ত।
তিনি বলেন, বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মালিকপক্ষকে বাদ দিয়ে ডিপোর আট কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। মালিকপক্ষ যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, সেজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা; তাদের বাঁচানোর নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। এত মানুষের প্রাণহানির দায় মালিকপক্ষ কোনোভাবেই এড়াতে পারেন না। কর্মক্ষেত্রে হতাহতের ঘটনায় দেশে দায়ী মালিক কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এখনো দেওয়া হয়নি। শুধু তাই নয়; এসব ঘটনার প্রতিবাদ করতে গেলেও প্রশাসন বাধা দেয়।
তপন দত্ত অভিযোগ করে বলেন, বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে শ্রমিক হতাহতের প্রতিবাদে আমরা ৮ জুন চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শোক ও প্রতিবাদ সমাবেশ করতে চেয়ে পুলিশকে চিঠি দিলেও আমরা তা করতে পারিনি। অথচ সংবিধানে স্বাধীন মত প্রকাশের অধিকারের কথা রয়েছে। আমরা এর কিছুই পাচ্ছি না।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিচ্ছেই না, উল্টো প্রতিবাদ করতে গেলে তাতে বাধা দিয়ে শ্রমজীবী মানুষের সাংবিধানিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে।
ক্ষোভ প্রকাশ করে স্কপ নেতা বলেন, বিস্ফোরণের এ ঘটনা একটি নজিরবিহীন ঘটনা। কনটেইনারে কেমিকেল রাখার বিষয়টি ডিপো কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকেও জানায়নি। তথ্য গোপন করে মালিকপক্ষ ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আইএলও কনভেনশন ১২১-এর মতে কনটেইনার বিস্ফোরণে নিহত প্রত্যেকের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, আহতদের চিকিৎসা খরচ, বেতনসহ সব ধরনের সেবা নিশ্চিত করতে হবে। কেউ যদি স্থায়ী পঙ্গু হয়ে যায়, তার আজীবন আয়ের সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আংশিক পঙ্গু হলেও পুনর্বাসনসহ অঙ্গহানি বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
এ ধরনের ঘটনা পুনরায় না ঘটতে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সম্মেলনে নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর এবং আবাসিক এলাকা সংলগ্ন সব কনটেইনার ডিপো দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক নাজিম উদ্দীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন