প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের হানাহানিতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। 

আগামী বুধবার ওই দুটি ইউনিয়নসহ মেহেন্দিগঞ্জের ৬টি ও হিজলা উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল।

নির্বাচন পরিচালনা- ২ এর উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী পরিবেশ বিঘিœত হওয়ায় দুই ইউনিয়নের নির্বাচনী তফসিল পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। 

আন্ধারমানিক ইউনিয়নে নৌকার প্রার্থী আলাউদ্দিন কবিরাজ অভিযোগ করেন, স্থানীয় এমপি পংকজ নাথের ইন্ধনে তার সমর্থিত দুই সমর্থিত প্রার্থী সাজানো মারামারি করে নির্বাচন স্থগিতের পরিবেশ সৃষ্টি করেছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।