- সারাদেশ
- মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতীকী ছবি
মোটরসাইকেল কিনে না দেওয়ায় রংপুরে মায়ের সঙ্গে অভিমান করে রাগিব হাসান নামে এক স্কুলছাত্র (১৭) আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নগরীর নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাগিব রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে রাগিবের বাবা হাসান আলীর সঙ্গে মা শাহানা বেগমের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে মায়ের সঙ্গে রংপুর নগরীর নুরপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো রাগিব। শাহানা বেগমের আর্থিক অবস্থা ভাল হওয়ায় ভাড়া বাসায় মা-ছেলের সংসার ভালই চলছিল। এরমধ্যে রাগিব মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিনে না দেওয়ায় সোমবার বিকেলে নিজ ঘরে বিছানার চাদর গলায় পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে রাগিব।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন জানান, মায়ের কাছে মোটরসাইকেলের কেনার টাকা না পাওয়ায় ছেলেটি আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে জানানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন