- সারাদেশ
- রাবি ও ভারতের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক
রাবি ও ভারতের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। রাবির পক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এতে সই করেন।
এ বিষয়ে রাবি উপাচার্য বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির গর্বিত উত্তরাধিকারী। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় ছাড়াও যৌথ উদ্যোগে গবেষণা ও পাঠদানের সুযোগ সৃষ্টি হলো। এই সমঝোতা দীর্ঘমেয়াদে উভয় বিশ্ববিদ্যালয়ের গুণগত মান উন্নয়নে অবদান রাখবে।
মন্তব্য করুন