- সারাদেশ
- ভাষাসংগ্রামী আবদুল মালিক মারা গেছেন
ভাষাসংগ্রামী আবদুল মালিক মারা গেছেন

কমরেড আবদুল মালিক
ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক ও মৌলভীবাজারের কুলাউড়ার বর্ষীয়ান রাজনীতিক কমরেড আবদুল মালিক সোমবার ভোরে উপজেলার পৃথিমপাশা গ্রামে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
কমরেড আবদুল মালিক ১৯৩৪ সালের ২৩ জুন পৃথিমপাশায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের খবর বেতারের মাধ্যমে জানতে পেরে তিনিসহ কয়েকজন একত্রে স্থানীয়ভাবে আন্দোলনে নামেন। ১৯৬২ সালে আইয়ুববিরোধী আন্দোলনে নেমে রাষ্ট্রদ্রোহী মামলায় চার মাস জেলও খাটেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
মন্তব্য করুন