- সারাদেশ
- ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকার মালামাল লুট
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকার মালামাল লুট

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় তারা ব্যবসায়ীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে ঘরে থাকা নগদ ও স্বর্ণালঙ্কারসহ সাড়ে ১৭ লাখ টাকার জিনিসপত্র লুটে নেন তারা।
সোমবার দুপুরে ফতুল্লা পূর্বগোপাল নগর এলাকায় আলাউদ্দিন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। এবিষয়ে আলাউদ্দিন বেপারী রাতেই থানায় অভিযোগ করেন।
এ ঘটনায় আহত আলাউদ্দিন বেপারীর স্ত্রী মমতাজ বেগম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার দুপুর আড়াইটার দিকে মাহবুব নামে এক যুবকের সঙ্গে ৬-৭ জন লোক আলাউদ্দিন বেপারীর বাড়িতে প্রবেশ করেন। এরপর তার স্ত্রী মমতাজ বেগমকে মারধর করে জখম করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ওই সময় মমতাজ বেগম অজ্ঞান হয়ে গেলে বাসায় রাখা সাড়ে ১২ লাখ টাকা ও ৫ লাখ টাকা মূল্যমানের স্বর্ণালংকার লুটে নেন। পালিয়ে যাওয়ার সময় গ্যাস ছেড়ে মমতাজ বেগমকে পুড়িয়ে মারার চেষ্টা চালান। কিন্তু তার ছেলে চলে আসায় পালিয়ে যান ডাকাতরা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন