কক্সবাজারে পাহাড় কাটার ঘটনায় চার সরকারি কর্মচারীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।

আসামিরা হলেন জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুল, পৌরসভার কর্মচারী জয়নাল আবেদীন ওরফে জয়নাল সওদাগর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারিকারক জুলফিকার আলী ভুট্টো, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ ইয়াছিন, পৌরসভার কলাতলীর সৈকতপাড়ার মোহাম্মদ হোসাইন ফকির ওরফে মাছন ফকির, টেকনাফের হ্নীলার শাহজাহান, কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার দিল মোহাম্মদ এবং ছিদ্দিক মাঝি।

আসামিরা কক্সবাজার শহরের জয়নাল সওদাগরের ঘোনা এলাকায় ৩০/৪০ জন শ্রমিক দিয়ে ৫ একরের একটি বিশাল পাহাড়ের অর্ধেক কেটে ফেলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে দুই সচিবসহ ১২ সরকারি কর্মকর্তাকে চিঠি দেয় পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল।