পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভায় বরিশালের লক্ষাধিক মানুষ অংশ নেবে বলে ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ।

সোমবার মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট এলাকায় সভাস্থল পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

আবুল হাসানাত বলেন, সেতু চালু হলে আমরা মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা যাব- এটা এখনও স্বপ্নের মতো লাগছে। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!

তিনি জানান, বরিশাল অঞ্চল থেকে বিপুল লোকসমাগম করতে ১৪ জুন বেলা ১১টায় বিভাগীয় সভার ডাক দেওয়া হয়েছে। এতে জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বরিশালবাসী কীভাবে জনসভাস্থলে পৌঁছবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারি, ইউএনও মো. আসাদুজ্জামান, ওসি মিরাজ হোসেন প্রমুখ।