- সারাদেশ
- মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ ৬ জনের দণ্ড
মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ ৬ জনের দণ্ড

দণ্ডপ্রাপ্ত ছয়জন - সমকাল
নাটোরে মাদক সেবনের দায়ে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে সদর উপজেলার উত্তর চৌকিরপাড় ও রথবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান সাকিব, একই এলাকার আবিদ রহমান, আশিক ইসলাম, ফয়সাল হোসেন, আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিকুর জামান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন জানান, উত্তর চৌকিরপাড় এলাকা থেকে মাদকসেবনের সময় সোহানুর রহমান সাকিব, আবিদ, আশিক ও ফয়সালকে গাঁজাসহ হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অন্যদিকে রথবাড়ি এলাকা থেকে একগ্রাম হিরোইনসহ আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।
রনি খাতুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (ক) অনুযায়ী গাঁজা রাখার দায়ে ৪ জনকে ১৫ দিন ও হিরোইন রাখার দায়ে ২ জনকে ২০ দিন কারাদণ্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন