ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী খারনই ইউনিয়নের কিছু কিছু এলাকায় সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। ভেঙে গেছে ওই এলাকার বাউসাম আয়েশা (রা.) কওমি মাদ্রাসাসহ দুটি ঘর ও বাউসাম বাজার থেকে নাজিরপুর ইউনিয়ন সড়কের প্রায় ৫০ ফুট কাঁচাসড়ক। এতে ওই এলাকার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসীরা।

পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন সমকালকে জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত উব্দাখালী নদীর ডাকবাংলা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানিবৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।