- সারাদেশ
- ডিমলায় আ.লীগের বিক্ষোভ সমাবেশ
ডিমলায় আ.লীগের বিক্ষোভ সমাবেশ

নীলফামারীর ডিমলায় শনিবার রাতে দুর্বৃত্ত কর্তৃক ডিমলা কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে বিজয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল বারী, উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফেরদৌস পারভেজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইয়েন কাদির সরকার কানন , উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম প্রমুখ।
মন্তব্য করুন