- সারাদেশ
- ইউপি নির্বাচন: দেলদুয়ার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ
ইউপি নির্বাচন: দেলদুয়ার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়।
এছাড়া ৩টি ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।
তিনি জানান, ১৫ জুন অনুষ্ঠেয় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়ন এবং বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন