- সারাদেশ
- টিয়া পাখি চুরির অভিযোগে সেই শিশু নির্যাতনকারী আটক
টিয়া পাখি চুরির অভিযোগে সেই শিশু নির্যাতনকারী আটক

টিয়া পাখি চুরি করার অভিযোগে মাগুরার শ্রীপুরে শিশুকে রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে বেদম মারপিট করা সেই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যার পর শ্রীপুর উপজেলার আমলসার গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, আটক মো. নূর ইসলাম আমলসার গ্রামের বশির শেখের ছেলে।
গত বুধবার (১৫ জুন) টিয়া পাখি চুরি করার অভিযোগে আমলসার ইউনিয়নের পশ্চিম আমলসার গ্রামে এক শিশুকে রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে বেদম মারপিট করেন নূর ইসলাম। 'পাখি চুরি করিনি' বলে হাউমাউ করে কান্নাকাটি করেও শিশুটি তার নির্যাতন থেকে রেহাই পায়নি।
নির্যাতনের শিকার শিশুর নাম জীবন বিশ্বাস। তার বয়স আনুমানিক ১২ বছর। শিশুটির বাবা শাহাবুদ্দিন বিশ্বাস পেশায় ভ্যানচালক।
এ ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই থানা পুলিশ নড়েচড়ে বসে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম নির্যাতনকারীকে ধরতে নির্দেশ দেন। এরপর পুলিশের একাধিক টিম মাঠে নামে।
ভিডিওতে দেখা গেছে, নূর ইসলাম শিশুটিকে বেদম পেটাচ্ছেন আর তা বসে বসে দেখছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
মন্তব্য করুন