- সারাদেশ
- প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ

টানা বর্ষণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে টাইগারপাসে নগর ভবনের কনফারেন্স রুমে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শনিবার দুপুরে চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবিলায় এ জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যে কোনো প্রয়োজনে মানুষ সেখানে যোগাযোগ করতে পারবেন। নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগের নম্বর- ০১৭১৭-১১৭৯১৩ অথবা ০১৮১৮-৯০৬০৩৮।
মন্তব্য করুন