চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণে দগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতালে এখনও ১৪ জন চিকিৎসাধীন আছেন।

সুস্থ হয়ে বাড়ি ফেরা ছয়জন হলেন- ফারুক, মাগফারুল ইসলাম, মাসুম মিয়া, ফারুক হোসেন, ফরমানুল ইসলাম ও মঈন উদ্দিন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, সীতাকুণ্ডের ঘটনায় ২০ জন চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ায় গতকাল ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। যে ১৪ জন চিকিৎসাধীন আছেন তাদের সুস্থ করে তোলার চেষ্টা চলছে।

গত ৪ জুন বিএম কনটেইনারে আগুন ও বিস্ম্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ প্রাণ হারান ৪৮ জন। ফায়ার সার্ভিস সদস্য, পুলিশসহ দগ্ধ হন অনেকেই।