- সারাদেশ
- পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ কোটি মানুষ যুক্ত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ কোটি মানুষ যুক্ত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নির্মাণাধীন সভামঞ্চ ও প্যান্ডেল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের জনসভার মতো মানুষের ঢল নামবে।
তিনি বলেন, জনসভায় ১০, ২০ কিংবা ২৫ লাখ মানুষের সমাগমের সংখ্যা কোনো বিষয় নয়। একাত্তরের সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনতে ৭ কোটি মানুষ যেমন যুক্ত হয়েছিল, ২৫ জুন তেমনি দেশের ১৭ কোটি মানুষ যুক্ত হবে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটের কাছে নির্মাণাধীন পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চ ও প্যান্ডেল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই কাজ করছে। অনুষ্ঠান সফল করতে স্থানীয় জেলা প্রশাসন, আওয়ামী লীগ, সড়ক ও সেতু বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএর শিমুলিয়া বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন