- সারাদেশ
- ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
ফরিদপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

প্রফেসর মোশার্রফ আলীকে আহবায়ক ও মো. জয়নুল আবেদিনকে সদস্য সচিব করে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ ফরিদপুর জেলা শাখার ৩২সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকেলে খন্দকার মোশাররফ হোসেন কলেজের হল রুমে বিশেষ বর্ধিত সভা শেষে উপস্থিত সকল নেতার সম্মতিতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়েছে আজাদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম শেখ।
কমিটির সদস্যরা হলেন- প্রফেসর সিরাজুল ইসলাম, ড. বিমল চন্দ্র বিশ্বাস, মোসায়েদ ঢালী, মামুনুর রশীদ, সিরিন আক্তার, মো. আবু জাফর শেখ, মো. হায়দার হোসেন, মো. দেলোয়ার হোসেন, পারভীন আক্তার।
কমিটির উপদেষ্টা সদস্য হলেন অধ্যাপক মিজানুর রহমান মানিক, মো. শওকত আলী।
বিশেষ বর্ধিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মন্তব্য করুন