মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে টমটম চাপায় সাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। রোববার সকাল ১০ টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মেইন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আফজাল মোল্লা(৬৫)। তিনি পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় মেকানিক।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, জমিজমা সংক্রান্ত মামলার হাজিরার তারিখ ছিল আজ। এ কারণে আফজাল মোল্লা পাথরঘাটা থেকে সাইকেল চালিয়ে বরগুনা আসেন। এসময় তিনি বরগুনা জেলা বার সংলগ্ন জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান গেটের পাশে আসলে একটি টমটম তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়। পাশাপাশি টমটম চালকে থানায় সোপর্দ করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় আফজালের মৃত্যু হয়। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি বরগুনা টমটম মালিক সমিতির ২৮ নম্বর গাড়ি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, টমটম চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। নিহত আফজালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না আসলেও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।