কিশোরগঞ্জের ভৈরবে রাইস মিল ভেঙে মেঘনা নদীতে পড়ায় মিলের দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শ্রমিকের নাম শরীফ ও মুস্তাকিম। তাদের বাড়ি বাজিতপুর উপজেলায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে ভৈরব বাজারঘাট থেকে ২০০ ফুট দূরে অবস্থিত রাইস মিলের মেঘনা নদীর পাড়ের অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়। এসময় রাইস মিলের দুই শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুই সদস্য ও ভৈরব ফায়ার সার্ভিসের দুই সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রবল স্রোতের কারণে এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান সবুজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাজ হোসেন সৌরভ ঘটনাস্থল পরিদর্শন করেন।