সিলেট রেলস্টেশন থেকে পানি নেমে যাওয়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ ফের সচল হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সমকালকে জানান, রোববার বেলা দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস সিলেট স্টেশনে প্রবেশ করেছে। 

এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। শনিবার ট্রেন চলছিল ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন থেকে।

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন উপজেলায় বাস চলাচল করছে। তবে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল এখনও বন্ধ আছে।

সিলেট নগরীর অধিকাংশ এলাকা এখনও পানির নিচে। কোনো কোনো এলাকায় বুক সমান পানি। পুরো নগরীর জনজীবন বিপর্যস্ত। চরম কষ্টে আছে মানুষজন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। প্রায় সব দোকানপাট বন্ধ। এতে করে বাড়ছে দুর্ভোগ।

বন্যাকবলিত এলাকা নগরীর উপশহর, তেররতন, যথরপুর, শেখেরঘাট, খালিঘাট, নাছিরপুর ও চরারপাড় ঘুরে দেখা গেছে বুক সমান পানি। বাড়িঘর পানির নিচে। রাস্তাঘাটের অবস্থাও একই। নৌকা চলছে সড়কে। এছাড়া ভ্যান, রিকশা কিংবা ঠেলাগাড়ি দিয়ে অতিপ্রয়োজনে বের হচ্ছে মানুষ।