বন্যার নেমে যাওয়া শুরু করলেও সুনামগঞ্জ সদরে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। শহরবাসীর জন্য খাবার সংকুলান করতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন।

এ পরিস্থিতিতে রোববার সিলেট থেকে একটি লঞ্চযোগে বন্যার্তদের জন্য খাবার নিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা পুলিশ। 

খাবারের মধ্যে বিভিন্ন ধরণের শুকনো খাবারসহ রয়েছে বোতলজাত পানি ও সবজি। 

রোববার দুপুর একটার দিকে সুরমা নদীর তীরে ক্বিন ব্রিজের নিচে লঞ্চ নোঙর করে মালামাল বোঝাই করতে দেখা গেছে সুনামগঞ্জ জেলা পুলিশের সদস্যদের। 

সেখানে উপস্থিত থাকা জেলা পুলিশের কার্যালয়ের ওসি নাজিম উদ্দিন জানান, সুনামগঞ্জ শহরে খাদ্য সংকট থাকায় সিলেট থেকে খাদ্য নেওয়া হচ্ছে। 

তিনি জানান, বন্যার্তসহ প্রত্যেক মানুষ এখন খাদ্য সঙ্কটে ভুগছেন। জেলা পুলিশ বন্যার্তদের মধ্যে খাদ্য পৌছে দিতে আপ্রাণ চেষ্টা করছে। 

এদিকে সিলেট জেলা পুলিশও কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাটসহ বিভিন্ন উপজেলায় শনিবার থেকে খাদ্য বিতরণ শুরু করেছে। 

রোববার বিভিন্ন স্থানে খাদ্য তুলে দেওয়ার পাশাপাশি বন্যায় আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।