ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত ঈদুল ফিতরের দিন জোড়া খুনে জড়িত আসামিরা দেড় মাসেও গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন করেছেন গ্রামবাসী। 

রোববার সকালে গোহাইলপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতদের পরিবার ও গ্রামবাসী ছাড়াও স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়।

গত ৩ মে ঈদুল ফিতরের দিন উপজেলার চরদৈতরকাঠি গ্রামের হাসেম মোল্যার ছেলে আকিদুল মোল্যা (৪৬) ও মোসলেম শেখের ছেলে খায়রুল শেখকে (৪৫) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, পূর্ব শক্রতার জেরে স্থানীয় আরিফ গংরা ঈদের দিন দুইজনকে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার দাবি করছি।

তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর নিহতদের পরিবারের পক্ষ থেকে ৮১ জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু হত্যাকাণ্ডের পর স্থানীয়রা পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

বোয়ালমারী থানার ওসি মো. আব্দুল ওয়াহাব বলেন, এ মামলায় ৬১ আসামি উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়েছেন। তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদের গ্রেপ্তার পুলিশ ঘটনা তদন্ত করে অভিযোগপত্র দায়েরের কাজ চালিয়ে যাচ্ছে।