চাঁদপুরের কচুয়ায় ফ্রিজ চালু কর‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন নামের ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রা‌তে পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন একই গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে ব্যবসা কর‌তেন।

নিহতের ভাই ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রা‌তে  আনোয়ার হোসেন মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে তার নিজস্ব দোকা‌নের ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করে। নিহত আনোয়ার হোসেনের দুই ছেলে রয়েছে বলেও জানান তার ভাই।