- সারাদেশ
- বিএম ডিপোতে বিস্ফোরণ: গাড়ি মালিকদের সাড়ে ৪ কোটি টাকা ক্ষতি
বিএম ডিপোতে বিস্ফোরণ: গাড়ি মালিকদের সাড়ে ৪ কোটি টাকা ক্ষতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আগুনে বিভিন্ন যানবাহন পুড়ে প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকরা। তাদের দাবি, স্মরণকালের এই ভয়াবহ বিস্ফোরণে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনে নিয়োজিত প্রায় ১৬টি গাড়ি আগুনে পুড়ে গেছে। এর মধ্যে আটটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি গাড়িগুলোর বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেছে বলে দাবি করেন তারা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। এসময় ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ এবং হতাহত পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।
তিনি বলেন, ভয়াবহ এই বিস্ফোরণে ১৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গাড়ির আনুমানিক ক্ষতি সাড়ে চার কোটি টাকা। এরই মধ্যে বিএম কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত গাড়ির তালিকা দেওয়া হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা বলেছেন, আইসিডি নীতিমালা অনুসরণ করা গেলে এত মানুষের জীবন ও মালের ক্ষতি এড়ানো সম্ভব হতো। বিএম কর্তৃপক্ষের পদে পদে অবহেলার কারণেই এত বড় দুর্ঘটনাটি ঘটেছে। এর দ্বায় মালিকপক্ষ কোনোভাবে এড়াতে পারে না।
এসময় বেসরকারি কনটেইনার ডিপো পরিচালনার ক্ষেত্রে আইসিডি নীতিমালা-২০১৬ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানানো হয়। একইসঙ্গে নিহত পরিবহন শ্রমিকদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ, আহতদের ক্ষতিপূরণসহ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অনেকেই এখনো চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভয়াবহ বিস্ফোরণের ৮৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মন্তব্য করুন