চট্টগ্রামে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাউজান থানার ডাবুয়া গ্রামের জগন্নাথহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন দে রাউজান থানার ইয়াছিন নগর গ্রামের মৃত বিমল দের ছেলে।

এর আগে শুক্রবার লোহাগাড়া থানার চুনতি বাজার এলাকায় বাসচাপায় নিহত হন মারুফুল ইসলাম। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পিওএম বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

মারুফুল ইসলাম ২০২০ সালে পুলিশে যোগদান করেন। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার হারবাং এলাকার বৃন্দাবনখীল গ্রামে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গত শুক্রবার রাতে মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে চকরিয়া যাচ্ছিলেন মারুফুল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্থানীয়রা চালকের সহকারী সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় পরদিন মারুফের মা লোহাগাড়া থানায় মামলা করেন। মামলাটি ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। এক পর্যায়ে তারা জানতে পারে, রাউজানের ডাবুয়া জগন্নাথহাট এলাকায় অবস্থান করছে চালক সুজন। র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।