মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে অজ্ঞাতনামা এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার এলাকার নাপিত্তাছড়া ঝরনায় এ ঘটনা ঘটে। 

ঝরনার কূপ থেকে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। তার বয়স অনুমানিক ২৩ বছর।

স্থানীয় সুমন ত্রিপুরা নামে এক ব্যক্তি জানান, রোববার সারাদিন প্রচুর বৃষ্টি হলেও বেশকিছু পর্যটক নাপিত্তাছড়া ঝরনায় আসে। দুর্ঘটনার শিকার হওয়া পর্যটক ঝরনার উপর থেকে পা পিছলে কূপে পড়ে ডুবে মারা যায় বলে শুনেছি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঝরনার কূপ থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।