পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও রাতের আঁধারে নদীপথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত পেরিয়ে ভারত থেকে দেশে ঢুকছে গরু-মহিষ। শনিবার দিবাগত রাতে উপজেলার চেচঁড়া সীমান্তের ২৮৪ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে চোরাই পথে আসা ২টি মহিষ ও ২টি গরু উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। যার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

রোববার বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

সুবেদার সাইদুর রহমান বলেন, ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের কোলঘেঁষে পাঁচবিবির বাগজানা ইউনিয়নের চেঁচড়া সীমান্ত হয়ে ছোট যমুনা নদী রয়েছে। চোরাকারবারিরা সুযোগ বুঝে কৌশলে কলাগাছের তৈরি ভেলার সঙ্গে পশুগুলো বেঁধে দিয়ে রাতে নদীতে ছেড়ে দেয়। পানির স্রোতে ছেড়ে দেওয়া পশুর জন্য এপারে (বাংলাদেশে) অপেক্ষা করে তাদের নিয়োগ করা লোকজন।

এমন খবর পেয়ে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা শনিবার রাতে ছোট যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় ভারত থেকে আসা মহিষ ও গরুগুলো উদ্ধার করে। এ ঘটনায় উদ্ধার করা মহিষ ও গরুগুলো নিলামের জন্য হিলি কাস্টমস শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।