- সারাদেশ
- নরসিংদীতে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা
নরসিংদীতে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুজিত সূত্রধরকে (৫৭) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার হাজীপুর কাঠবাজারে নিজের ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।
সুজিত উপজেলার হাজীপুর মহল্লার মৃত মহেন্দ্র সূত্রধরের ছেলে। তিনি এক সময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, সুজিত নিজের দোকানে বসেছিলেন। রাতে হঠাৎ ৮-৯ জন এসে দোকানে ঢুকে তাঁর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ও পরে গলা কেটে পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ী ও স্বজনরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি ফিরুজ তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সদর হাসপাতাল মর্গে লাশ রয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন