- সারাদেশ
- বন্যাদুর্গত ৩ জেলায় ১৩৫৯ মোবাইল নেটওয়ার্ক সাইট সচল
বন্যাদুর্গত ৩ জেলায় ১৩৫৯ মোবাইল নেটওয়ার্ক সাইট সচল

বন্যাদুর্গত অঞ্চলের অধিবাসীদের মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণরূপে সচল রাখতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এই তিনটি জেলায় মোট ২,৫২৮টি সাইটের মধ্যে ১,৩৫৯ টি সাইট সচল করা হয়েছে। তবে এসব অঞ্চলে ৪০৩ টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত রয়েছে। যা দ্রুত সচল হবে বলে আশা করা হচ্ছে।
এনটিটিএন
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় যে সকল এনটিটিএন অপারেটরদের (বাহন লি:, ফাইবার এট হোম লি: এবং সামিট কমিউনিকেশনস লিমিটেড) উপস্থিতি রয়েছে তাদের অধিকাংশ পপ বর্তমানে সচল অবস্থায় রয়েছে।
বিটিআরসির মনিটরিং সেলের সরেজমিন কার্যক্রম
বন্যাকবলিত স্থানসমূহের টেলিযোগাযোগ সেবা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং-এর উদ্দেশ্যে গঠিত মনিটরিং সেলের প্রতিনিধি সিলেট অঞ্চলে সরেজমিনে পরিদর্শন ও সমন্বয় সাধন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করছেন। এসব কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেটে সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের অংশগ্রহণে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। সভায় এই দুর্যোগকালীন সময়ে সকল অপারেটরগণ তাদের নেটওয়ার্ক সচল রাখার ক্ষেত্রে যেসকল প্রতিবন্ধকতা (যেমনঃ কমার্শিয়াল বিদ্যুৎ সংযোগের অনুপস্থিতি, ব্যাটারি চুরি ইত্যাদি)-এর সম্মুখীন হয়েছেন তা মনিটরিং সেলের প্রতিনিধিকে অবহিত করেন।
মন্তব্য করুন