পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শরীয়তপুরে প্রতিবন্ধীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শরীয়তপুর প্রতিবন্ধী স্কুলের ২৫ বাক, মানসিক ও শারীরিক প্রতিবন্ধী অংশ নেয়।

বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্যের স্থানীয় কার্যালয়ে এ প্রতিযোগিতা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু। শেষে সবার মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন মিঞা প্রমুখ।

শিক্ষক সামিনা ইয়াসমিন বলেন, পদ্মা সেতুর উৎসবটা সবার। এ আয়োজন ওদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজক সাংসদপুত্র দানিব বিন ইকবাল বলেন, 'প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল আপার কাজের অনুপ্রেরণা হিসেবে এ আয়োজন।'