মোহনগঞ্জে সরকারি ত্রাণ নিতে গিয়ে ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হলেন এক নারী ও এক যুবক। গতকাল বৃহস্পতিবার মাঘান সিয়াধার ইউনিয়নে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার মাঘান সিয়াধার ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছিল। ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চাল বিতরণ করছিলেন। এ সময় এক নারী ও এক যুবক ত্রাণের চাল নিতে গেলে ইউপি চেয়ারম্যান তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইউএনও।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের দাবি, কাউকে লাঞ্ছিত করা হয়নি।

ইউএনও সাব্বির আহমেদ আকুঞ্জি জানান, চেয়ারম্যানের দাবি, লাইন ঠিক করতে গিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।