- সারাদেশ
- পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আনন্দ-উৎসবে মাতছে চট্টগ্রাম
পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আনন্দ-উৎসবে মাতছে চট্টগ্রাম

ছবি: মাহবুব হোসেন নবীন
শত শত মাইল দূরে। তারপরও আনন্দ-উৎসাহের কোনো কমতি নেই। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে অন্যরকম এক আনন্দের ঝিলিক বইছে বন্দরনগরী চট্টগ্রামে। আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন স্বপ্নের এই সেতুর উদ্বোধন করবেন, তখন রীতিমতো উৎসবে মাতবে চট্টগ্রাম। এজন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), জেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন, সংস্থা এবং প্রতিষ্ঠান পালন করবে বর্ণাঢ্য কর্মসূচি।
নগরবাসীকে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন (বড় পর্দা), বের করা হচ্ছে আনন্দমিছিল। ফোটানো হবে আতশবাজি, থাকছে কনসার্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হবে শোকরানা মাহফিলও।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন রেখেছে চসিক। চসিক কার্যালয়ে সকাল ৮ থেকে ৯টা পর্যন্ত কোরআনখানির আয়োজন করা হয়েছে। এরপর বড় পর্দায় দেখানো হবে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম। রাখা হয়েছে আমন্ত্রিত অতিথিদের অনুভূতি প্রকাশের ব্যবস্থাও।
বিষয়টি নিশ্চিত করে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, 'স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের গৌরবময় একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে চট্টগ্রামও। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের পাশাপাশি বড় পর্দায় মানুষকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে চসিকের পক্ষ থেকে।'
এদিকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যাতে চট্টগ্রামের নগরবাসী সরাসরি উপভোগ করতে পারে সেজন্য নগরীর আটটি পয়েন্টে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আজ শুক্রবার সকালে নগরীর নিউ মার্কেট মোড়, আগ্রাবাদ মোড়, বহদ্দারহাট মোড়, কাপ্তাই রাস্তার মাথা, আন্দরকিল্লাহ মোড়, জামালখান মোড়, পুরোনো রেলস্টেশন ও বড়পুল মোড়ে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। এ সময় তুলে ধরা হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির নানা চিত্রও।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক সমকালকে বলেন, 'স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। এই সেতুর উদ্বোধনকে ঘিরে চট্টগ্রামের মানুষও আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন। চট্টগ্রামের মানুষকে বড় পর্দায় এই অনুষ্ঠান দেখাতে নগরীর আটটি পয়েন্টে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। এসব পয়েন্টে সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের এলাকাভিত্তিক নেতাকর্মীরাও অবস্থান নিয়ে অনুষ্ঠান উপভোগ করবেন।'
সেতুটির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে বিকেল ৪টা থেকে কনসার্টের আয়োজন রেখেছে জেলা প্রশাসন। এতে গান গাইবেন জনপ্রিয় বিভিন্ন ব্যান্ড দল। এরপর আতশবাজিতে আলোকিত হবে চট্টগ্রামের আকাশ। এমনটিই জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোমিনুর রহমান।
এছাড়া সর্বস্তরের শ্রমিকদের আয়োজনে অনুষ্ঠিত হবে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। মহানগর শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নতুন রেলস্টেশন থেকে শোভাযাত্রা বের করা হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার শ্রমিক অংশ নেবেন বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব।
মন্তব্য করুন