স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্যভাবে সাজানো হয়েছে খুলনা মহানগরী। নগরীর প্রধান প্রধান সড়কে তোরণসহ গুরুত্বপূর্ণ সড়কদ্বীপে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লাগানো প্ল্যাকার্ড ও ফেস্টুন। এ ছাড়া নগরীর সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সেতু উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে আগামীকাল শনিবার দিনভর নানা আয়োজনের সঙ্গে রাতে জেলা স্টেডিয়ামে থাকছে আতশবাজি এবং নান্দনিক লেজার-শো।

জেলা প্রশাসন থেকে জানা গেছে, শনিবার বেলা ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি বড় পর্দায় খুলনা জেলা স্টেডিয়াম, দৌলতপুর ও শিববাড়ি এলাকায় প্রদর্শন করা হবে। পদ্মা সেতু উদ্বোধনের আনন্দবার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে আজ শুক্রবার সকাল থেকে দুইটি সুসজ্জিত প্রচার ভ্যানে পদ্মা সেতু উপর নির্মিত থিম সং এবং পদ্মা সেতু প্রমোশনাল অডিও সম্প্রচার করা হচ্ছে। 

খুলনাকে আলোয় উদ্ভাসিত করতে বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকছে বর্ণিল আলোকসজ্জা। পদ্মা সেতুকে উপজীব্য করে নির্মিত বিশেষ ভিডিওচিত্র প্রদর্শিত হচ্ছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা রেলওয়ে স্টেশন এবং ডাক বিভাগীয় কার্যালয়ের সামনে এলইডি স্ক্রিনে।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, পদ্মা সেতু নির্মাণের অনন্য ইতিহাস ও উদ্বোধন অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণের সঙ্গে সকলকে সম্পৃক্ত করতে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শনিবার সরাসরি অনুষ্ঠান প্রচারসহ বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটের গান, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা, ব্যান্ড দল ‘চিরকুট’ এবং ‘বাউল’-এর সংগীত পরিবেশন অনুষ্ঠিত হবে। 

খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক জানান, পদ্মা সেতুর সবচেয়ে বেশি সুফল পাবে খুলনার মানুষ। এজন্য উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে খুলনা মহানগরীকে সাজানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। নগর ভবনসহ কেসিসির সব স্থাপনা এবং সড়কে আলোজসজ্জা করা হয়েছে। অন্যান্য সরকারিদপ্তর নিজ উদ্যোগে আলোকসজ্জা করেছে।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ২৫ জুন (শনিবার) বেলা ১০টায় বাংলাদেশের সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। পদ্মা সেতু আমাদের বিজয়ের প্রতীক; উন্নয়ন, ঘুরে দাঁড়ানো ও হার না মানার প্রতীক।

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমান খান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।