- সারাদেশ
- সারিয়াকান্দিতে পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি
সারিয়াকান্দিতে পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি
-samakal-62b5a54793afe.jpg)
যমুনার চরাঞ্চলের চরবাটিয়া গ্রাম থেকে তোলা ছবি।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙ্গালী নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কমেনি বানভাসি মানুষের দুর্ভোগ।
পানিবন্দি হয়ে আছে যমুনার চরাঞ্চলের ৫৬ হাজার মানুষ। বসত ঘরে বন্যার পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যায় গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে বানভাসি মানুষ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ শুক্রবার যমুনা নদীর পানি কমে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঙ্গালী নদীর পানি কমে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানি ওঠায় উপজেলায় ৪২টি প্রাথমিক বিদ্যালয় এবং সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত করা হয়েছে। দুই হাজার ৭৮৯ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬৬টি পুকুরের চাষের মাছ ভেসে গেছে।
মন্তব্য করুন