- সারাদেশ
- পদ্মা সেতুর উদ্বোধনীতে যোগ দিচ্ছেন আমতলীর দেড় হাজার নেতাকর্মী
পদ্মা সেতুর উদ্বোধনীতে যোগ দিচ্ছেন আমতলীর দেড় হাজার নেতাকর্মী

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার আমতলী থেকে একটি তিন তলা লঞ্চ মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে, ছবি: সমকাল
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার আমতলী থেকে একটি তিন তলা লঞ্চ মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে। এতে আওয়ামী লীগের প্রায় দেড় হাজার নেতাকর্মী রয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আমতলীর সবুজবাগ ঘাট থেকে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমানের নেতৃতে লঞ্চটি রওনা দেয়।
লঞ্চটি ছেড়ে যাওয়ার আগে ঘাটে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
মতিয়ার রহমান বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত বাধাবিপত্তি উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। এটা আমাদের জন্য গর্বের। তাই এই সেতুর ইতিহাসে নাম লেখাতে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমরা আমতলী উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মী লঞ্চে করে জননেত্রীকে স্বাগত জানাতে পদ্মা পাড়ে যাচ্ছি।
মন্তব্য করুন