- সারাদেশ
- জামালগঞ্জের বন্যার্তদের পাশে ঢাকা রয়েল ক্লাব
জামালগঞ্জের বন্যার্তদের পাশে ঢাকা রয়েল ক্লাব

ত্রাণ তুলে দিচ্ছেন ঢাকা রয়েল ক্লাবের সদস্যরা
বন্যায় দিশেহারা সুনামগঞ্জের মানুষজন। খাদ্য ও বাসস্থান সংকটে বানভাসি মানুষের হাহাকারে ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাস। বিপর্যস্ত এসব মানুষের পাশে মানবিক সাহায্য নিয়ে হাজির হয়েছে ঢাকা রয়েল ক্লাব।
শুক্রবার ঢাকা রয়েল ক্লাবের সভাপতি জহির রায়হানের উপস্থিতিতে বন্যায় বিপর্যস্ত জেলাটির জামালগঞ্জ উপজেলার তিন হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিভিন্ন ধরনের ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করেছেন ক্লাবটির সদস্যরা।
ক্লাবের ইসি আতাউল গণি সমকালকে বলেন, এখানকার মানুষের অবস্থা রাজধানীতে বসে অনুমান করা অসম্ভব। ভয়াবহ কষ্টে কাটছে তাদের সময়। বন্যাদুর্গত যেসব এলাকার মানুষ সহজে সহায়তা পাচ্ছে না, আমাদের লক্ষ্য তাদের দ্বারে দ্বারে পৌঁছানো। ক্লাবের প্রতিটি সদস্য বন্যাকবলিত এলাকার মানুষের জন্য এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।
এ সময় স্থানীয় প্রশাসন এবং বন্যাকবলিতদের সাহায্যে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
মন্তব্য করুন