চট্টগ্রাম নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার সকালে নগরীর আকবরশাহ ও ফিরোজশাহ কলোনি এলাকায় মাইকিংয়ের পাশাপাশি লিফলেটও বিতরণ করা হয়েছে। 

গত ২১ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৪ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণভাবে বাড়িঘর নির্মাণ করে বসবাসকারীদের নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করার নির্দেশনা দেন। ইতোমধ্যে একাধিকবার মাইকিং করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবার একই সিদ্ধান্তে গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে মাইকিং করা হলো।

মাইকিং ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. সোহেল সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী ছোটন চৌধুরী নেজামুল হক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।