সিলেটের ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন উপজেলায় আশ্রয় শিবিরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সিলেটের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন আশ্রয় শিবিরে শুক্রবার সকাল ১১ টায় ত্রাণ সামগ্রী বিতরণ করে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সিলেটের বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দের সমন্বয়ে স্পীড বোর্ড ও ট্রলার দিয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের ব্যবস্থা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহিন আহমেদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল প্রমুখ।