- সারাদেশ
- সিলেটে ট্রেনের ইঞ্জিন বিকল
সিলেটে ট্রেনের ইঞ্জিন বিকল

সংগৃহীত পুরোনো ছবি
সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে ঢাকা থেকে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এতে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মাইজগাও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার পার্থ তালুকদার জানান, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা ট্রেন মাইজগাও ও মোগলাবাজার স্টেশনের মাঝামাঝি স্থানে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
তিনি বলেন, ট্রেনের পাওয়ারে সমস্যা দেখা দিয়েছিল। তাৎক্ষণিকভাবে মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এই ট্রেনের যাত্রী লেখক, মুক্তিযুদ্ধের গবেষক ও সাংবাদিক অপূর্ব শর্মা বলেন, মৌলভীবাজারের কুলাউড়া পার হওয়ার পর অনেকটা রেলপথ পানিতে তলিয়ে গেছে। পানির উপর দিয়েই ট্রেন আসছিল।
তিনি বলেন, মোগলাবাজারের কাছাকাছি আসার পর ট্রেন বিকল হয়ে বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর ট্রেনটি ফের সিলেটের উদ্দেশে রওয়ানা হয়। মাঝপথে অনির্ধারিত যাত্রাবিরতির ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ভোগান্তির সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গত ১১ জুন মৌলভীবাজারের শমসেরনগর স্টেশনের কাছে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারসহ তিনটি বগিতে আগুন লেগেছিল।
মন্তব্য করুন