- সারাদেশ
- সিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে হা-মীম গ্রুপ
সিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে হা-মীম গ্রুপ

বন্যাদুর্গতদের জন্য ৩ হাজার প্যাকেট শুকনা খাবার দেওয়া হয় হা-মীম গ্রুপের পক্ষ থেকে- সমকাল
সিলেট ও সুনামগঞ্জে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে হা-মীম গ্রুপ। শুক্রবার সকালে বন্যাদুর্গতদের জন্য ৩ হাজার প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে গ্রুপের পক্ষ থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হচ্ছে।
টাইমস মিডিয়া লিমিটেডের জিএম এলাহী মনজুরুল হক ও ডেপুটি জেনারেল ম্যানেজার মেজর (অব.) সালাহ উদ্দিন ভুইয়া শুক্রবার সেনাবাহিনীর ৩৮ এসটি ব্যাটালিয়নের মেজর মো. মেজবাহউদ্দিনের কাছে এ ত্রাণ হস্তান্তর করেন।
ত্রাণের প্রতিটি প্যাকেটে রয়েছে- পাঁচ লিটার পানি, দুই কেজি চিড়া, ৯০০ গ্রাম গুড়, আট পিসের দুই প্যাকেট রুটি, এক কেজি ওজনের দুই প্যাকেট টোস্ট, খেজুর ৫০০ গ্রাম, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, চা পাতা এক প্যাকেট, লবণ এক কেজি, মোমবাতি দুই প্যাকেট, একটি গ্যাস লাইটার, একটি সাবান ও এক প্যাকেট ওরস্যালাইন।
মন্তব্য করুন